সিনিয়র রিপোর্টার,রাজশাহী
রাজশাহীর দুর্গাপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাড়িয়া ইউপির ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন লায়ন কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
১ ডিসেম্বর (সোমবার) রাত আটটার দিকে দুর্গাপুর বাজার থেকে (ওসি) আতিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লায়নের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা দায়ের হয়েছে।
জানা যায়, একটি মানববন্ধনে অংশ নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার জেরে, তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় । সেখানে বর্তমান ও বিগত আওয়ামী শাসনআমলে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার ঘটনা উঠে আসে। এছাড়াও উপজেলা সাব রেজিস্ট্রার নাজমুল হোসেন সাথে সিন্ডিকেট নিয়ন্ত্রণে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
এবিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, নাশকতা পরিকল্পনার অভিযোগে আ.লীগ নেতা সাখাওয়াত হোসেন লায়নকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।