
মোঃ ইসমাইল হোসেন নবী
সিনিয়র রিপোর্টার,রাজশাহী:-
রাজশাহীর দুর্গাপুর থানা পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলায় আওয়ামী লীগের এক ওয়ার্ড সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি সাইদুর রহমান (৫৬) উপজেলার মাড়িয়া ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের মৃত জেহের আলীর ছেলে এবং ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, শুক্রবার রাতে বাছেরের মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আজ শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৩ সেপ্টেম্বর দুর্গাপুর থানায় দায়ের হওয়া একটি নাশকতা ও হত্যাচেষ্টা মামলার তদন্তে সাইদুর রহমানের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। যার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় সন্ধেহভাজন আসামি হিসেবে সাইদুরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আছেন বলে জানা গেছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।