শেখ মোঃ হুমায়ুন কবির, চিফ রিপোর্টার:
আপনার হাসিমুখটা মনের অনেকখানি জায়গা জুড়ে আছে। আপনি যেন সবসময় ভালো থাকেন, মনটা যেন কখনো ভেঙে না পড়ে। জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (বি,সি,পি,সি) কেন্দ্রীয় কমিটি'র প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান এর সহধর্মিণী,আছিয়া রহমান এর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। মাতৃজগত পরিবার ও খান সেলিম রহমানের একমাত্র ছেলে সন্তান খান সিফাত রহমান (রাফি)। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন। মা, এই একটি শব্দেই যেন লুকিয়ে আছে হাজারটা অনুভূতি। মায়ের জন্মদিন শুধুই একটি দিন নয়, বরং আমাদের সবার জীবনের সবচেয়ে আপন মানুষটির জন্য ভালোবাসা জানানোর বিশেষ মুহূর্ত। এই দিনে মাকে জানানো যায় মনের যত অজস্র ভালোবাসা, শ্রদ্ধা আর কৃতজ্ঞতা। মা, তোমার জন্মদিনে শুধু এই দোয়া করি পমর করুণাময় দয়ালু মেহেরবান মহান আল্লাহ্ তা'য়ালা যেন তোমাকে আরও অনেক বছর আমাদের মাঝে সুস্থ ও সুখে রাখেন। তোমার ছায়া যেন আমাদের মাঝে চিরকাল থাকো। তোমার মনের আশা যেন পূরন হয়, কোনো দুঃখ যেন তোমাকে ছুঁতে না পাড়ে। শৈশব থেকে আমাকে আগলে রাখা, আদর, স্নেহ স্বাসন, ভালোবাসা দিয়ে বড় করে তোলা, আমাদের পরিবারের জন্য নিজের হাসির পেছনে অগণিত ত্যাগ লুকিয়ে রাখা, সব কিছুতেই তোমার মমতা ভরা স্পর্শ রয়েছে। মা শুধু জন্মদাত্রী নন, তিনিই আমার প্রথম শিক্ষিকা, প্রথম বন্ধু, প্রথম আশ্রয়। ক্লান্ত শরীরেও আমাদের জন্য রান্না বান্না করে, রাত জেগে হাজারো দুঃখ কষ্ট সয়ে সন্তানের দেখ ভাল করা, জীবনের প্রতিটি সুখ-দুঃখে পাশে থাকা এসবের বিনিময়ে তুমি কোনো কিছুই চাও না, শুধু চান আমরা যেন ভালো থাকি, আমি যেন ভালো থাকি। সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারি। আজকের এ বিশেষ দিনে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও শুভ জন্মদিন (মা)। খান সিফাত রহমান (রাফি), সহ আসিয়া রহমান এর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন, মাতৃজগত পরিবার বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (বি,সি,পি,সি) কেন্দ্রীয় কমিটি সহ তাঁর পরিবারের সকলেই।