মোঃ বাবুল স্টাফ রিপোর্টার
গৌরীপুর উপজেলা বিএনপির ১ নং সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট নুরুল হক বলেছে, ধানের শীষের বিজয় নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। আগামী নির্বাচনে গৌরীপুরসহ ময়মনসিংহ জেলার প্রতিটি আসনে বিএনপি প্রার্থী বিজয়ী হবে। এই বিজয় হবে গণতন্ত্রের বিজয়, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার বিজয়।” বুধবার বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৌরীপুর উপজেলা বিএনপির ১ নং সদস্য অ্যাডভোকেট নূরুল হকের নেতৃত্বে এক বিশাল র্যালি বের করা হয়। গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। র্যালিতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। নানা রঙের ফেস্টুন, ব্যানার, পোস্টার ও দলীয় পতাকা নিয়ে নেতাকর্মীরা মিছিল করেন। ‘ধানের শীষের বিজয় চাই, গণতন্ত্র মুক্তি চাই’ এমন স্লোগানে পুরো শহর মুখর হয়ে ওঠে। সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে এডভোকেট নুরুল হক বলেন “আওয়ামী দুঃশাসন, দুর্নীতি ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তাই তারা আজ এদেশ থেকে বিতাড়িত হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ পুনরায় গণতন্ত্রের পথে এগিয়ে যাবে। তিনি আরও বলেন, গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের ভোটাধিকার রক্ষায় বিএনপির কোনো বিকল্প নেই। আমরা সবাই ধানের শীষকে বিজয়ের প্রতীক হিসেবে গ্রহণ করেছি। জনগণ আজ পরিবর্তন চায়, মানুষ আজ স্বাধীনভাবে ভোট দিতে চায়। সেই প্রত্যাশা পূরণ করবে বিএনপি। এডভোকেট নুরুল হক তার বক্তব্যে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আজকের এই র্যালি প্রমাণ করেছে গৌরীপুরসহ ময়মনসিংহ জেলার প্রতিটি উপজেলায় বিএনপি ঐক্যবদ্ধ। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী নির্বাচনে ধানের শীষের জয় ছিনিয়ে আনতে আমাদের প্রস্তুত থাকতে হবে। বক্তব্যের পাশাপাশি তিনি অতীত অভিজ্ঞতার কথাও স্মরণ করিয়ে দেন। উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের মাঝেও তিনি ময়মনসিংহ আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন। ময়মনসিংহ বার কাউন্সিলে তার সুনাম, সততা ও নেতৃত্বগুণ আইনজীবী মহলে প্রশংসিত। র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নেতাকর্মীরা জানান, এই বিপুল সমাগমই প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়, তারা আর বর্তমান সরকারকে মেনে নিতে প্রস্তুত নয়। সমাবেশ শেষে ধানের শীষের পক্ষে স্লোগান দিয়ে নেতাকর্মীরা পুনরায় মিছিল করে বাসস্ট্যান্ড এলাকায় এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।