মুহাঃ সানাউল্লাহ বেপারী, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে জনাব মোঃ আজহারুল ইসলাম মান্নান সাহেব মনোনয়ন পাওয়ায় সোনারগাঁয়ে আনন্দ-উচ্ছ্বাসে ভাসছে নেতাকর্মীরা। এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় বৈদ্যেরবাজার ইউনিয়নে যুবদলের উদ্যোগে এক অনাড়ম্বর বিজয় উৎসব ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, জনাব আজহারুল ইসলাম মান্নান একজন ত্যাগী, সৎ ও আদর্শবান নেতা। তাঁর নেতৃত্বে সোনারগাঁ বিএনপি নতুনভাবে সংগঠিত হবে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করা হবে। উল্লেখ্য, বিএনপি নেতা মোঃ সেলিম হোসেন দিপুর হাত ধরে এবং আজহারুল ইসলাম মান্নান সাহেবের দিকনির্দেশনায় ২০১০ সালে বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবদলের যাত্রা শুরু হয়। শুরু থেকেই খাইরুল ইসলাম কিরণ ও মোঃ রতনের নেতৃত্বে সংগঠনটি সুসংগঠিতভাবে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন, মিথ্যা মামলা ও নির্যাতনের মাঝেও এ অঞ্চলের যুবদল ও বিএনপির নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রামে দৃঢ় অবস্থান ধরে রেখেছেন। তাঁরা বলেন, “আমরা জেল-জুলুমের ভয় না পেয়ে দলের পাশে ছিলাম, আছি এবং থাকবো।” অনুষ্ঠানে বক্তারা সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান। শেষে দোয়া মাহফিল ও কৃতজ্ঞতা জ্ঞাপনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।