ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে নির্বাচনী হাওয়া। প্রতিদিনই এলাকাজুড়ে বাড়ছে রাজনৈতিক আলোচনা ও দলীয় কর্মীদের তৎপরতা।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় ঘোষিত ৪৭ নওগাঁ ২ আসনে মনোনয়ন ঘোষণা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি'র কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক সাবেক তিন বারের এমপি সাবেক সংসদ সদস্য জনাব শামসুজ্জোহা খানের নাম ঘোষণা করা হয়।
এরপর থেকেই শুরু হয়েছে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে আনন্দের জোয়ার, জেলার ধামইরহাট উপজেলার ১ নাম্বার ইউনিয়নের সাধারণ ভোটাররা জানান, "আমরা আমাদের সঠিক নেতৃত্বের একজন অভিজ্ঞ অভিভাবক পেয়েছি শামসুজ্জোহা খানকে।" ধানের শীষ ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করব বলে আশা প্রকাশ করেন।
তরুণ ভোটাররা বলেন, "আমাদের প্রথম ভোট কোথায় দেবো আমাদের দ্বিধাদ্বন্দ ছিল, কিন্তু এখন তা আর নেই কারণ বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি'র কেন্দ্রীয় ঘোষিত আমাদের বেগম খালেদা জিয়ার আস্থাভাজন তারেক রহমানের বিশ্বস্ত শামসুজ্জোহা খানকে ধানের শীষের মনোনয়ন দিয়েছে, আমরা তরুণরা ভোট দিয়ে জয় যুক্ত করব বলে জানান তারা।"সাধারণ ভোটারদের মাঝে দেখা যাচ্ছে উৎসাহ। তরুণ ভোটারদের উপস্থিতি এবার বিশেষভাবে চোখে পড়ছে। অনেকেই প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানান তারা।