
ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে মহান বিজয় দিবস উপলক্ষে পুষ্পার্পণের সময়সূচি নিয়ে প্রশাসনিক বিভ্রাটের সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসন আমন্ত্রণপত্রে সকাল সাড়ে ৮টায় পুষ্পার্পণের সময় নির্ধারণ করলেও বাস্তবে সকাল ৭টার আগেই কার্যক্রম সম্পন্ন করা হয়। এতে করে সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সময়মতো শহীদ মিনারে উপস্থিত হয়ে পুষ্পার্পণে অংশ নিতে পারেননি।
সকাল সাড়ে ৮টায় নির্ধারিত সময় অনুযায়ী শহীদ মিনারে পৌঁছে সাংবাদিকরা দেখতে পান, এর আগেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পার্পণ শেষ করা হয়েছে। আকস্মিক এ পরিবর্তনের বিষয়ে পূর্বে কাউকে অবহিত করা হয়নি বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা।
এ ঘটনায় ধামইরহাট উপজেলার বিভিন্ন প্রেস ক্লাবের গণমাধ্যমকর্মী ও স্থানীয় সচেতন মহল দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা এটিকে প্রশাসনের দায়িত্বজ্ঞানহীনতা ও সাংবাদিকদের প্রতি অবহেলার নজির হিসেবে উল্লেখ করেন।
প্রতিবাদস্বরূপ ধামইরহাট উপজেলার মূলধারার সকল প্রেস ক্লাবের যৌথ সিদ্ধান্তে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে উপজেলা প্রশাসনের সকল সংবাদ বর্জনের ঘোষণা দেয়।
এ বিষয়ে সংশ্লিষ্টদের দাবি, জাতীয় দিবসের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এমন সমন্বয়হীনতা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।#