ধোবাউড়া প্রতিনিধিঃ ফরহাদ মিয়া
ময়মনসিংহের ধোবাউড়ায় ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার সকালে উপজেলা সম্মিলিত ওলামা পরিষদ ও তওহিদী জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা কোর্ট মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্ত মঞ্চে শেষ হয়। মিছিল শেষে মজলিশে সূরা সদস্য হারুন অর রশিদ এর সভাপতিত্বে এবং ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাও.ইসমাইল হোসাইন এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক জিএম আজহারুল ইসলাম কাজল,যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন,জামায়াতে ইসলামের উপজেলা আমির আঃ হালিম, সম্মিলিত ওলামা পরিষদের সভাপতিমাও.মুফতি ফজলুল হক,সিনিয়র সহ সভাপতি মাও.ওবায়দুল্লাহ,খেলাফত মজলিশ মনোনীত প্রার্থী অ্যাড.রফিকুল ইসলাম,ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী জিল্লুর রহমান,উপজেলা কোর্ট মসজিদের ইমাম ফজলুল হক প্রমূখ।