
ময়মনসিংহ ধোবাউড়া প্রতিনিধি:ফরহাদ মিয়া ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পশ্চিম সোহাগীপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এরশাদ আলী (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার ভোরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এক প্রতিবেশী যুবকের সঙ্গে এরশাদ আলীর চোখে টর্চলাইট ধরা নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে ওই যুবক ছুরি বের করে এরশাদ আলীর বুকে ও পেটে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ধোবাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “চোখে টর্চলাইট ধরা নিয়ে কথা কাটাকাটি থেকে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।” অন্যদিকে, হঠাৎ ঘটে যাওয়া এ হত্যাকাণ্ডে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা ঘটনাটিকে এক “অত্যন্ত দুঃখজনক ও অপ্রত্যাশিত” ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। চোখে টর্চলাইট ধরা—এত ছোট বিষয়কে কেন্দ্র করে প্রাণ হারাতে হলো এক নিরীহ মানুষকে, যা নিয়ে এলাকাবাসী এখনো হতবাক।