ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার নিশাত শারমিন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তার শুভেচ্ছা বার্তায় তিনি ঈদুল ফিতরকে সকলের জীবনে আনন্দ, সুখ ও শান্তির উৎস হিসেবে উল্লেখ করে বলেন, “ঈদুল ফিতর সবার জীবনে আনুক অনাবিল আনন্দ, সুখ ও শান্তি।”
তিনি আরও বলেন, “এটি আমাদের জন্য একটি বিশেষ মুহূর্ত, এক মাস সিয়াম সাধনার পর ঈদ এসেছে আমাদের মাঝে। আসুন, আমরা আত্মীয়-পরিজন, পাড়া-প্রতিবেশীসহ সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি। ঈদ মানে আনন্দ, এবং এটি সকলের জীবনে সুখ ও শান্তি নিয়ে আসুক।”
নিশাত শারমিন তার বার্তায় সবাইকে সুস্থ, নিরাপদ এবং শান্তিপূর্ণ জীবন কামনা করেন এবং বলেন, “সবাই ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন। ঈদ মোবারক।”
এই ঈদুল ফিতর উপলক্ষে ধোবাউড়া উপজেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঈদের আনন্দ ভাগাভাগি করতে নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এবং একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন।