
মোঃ সহিদুল ইসলামনিজস্ব প্রতিবেদকঃ
নওগাঁর ধামইরহাটে গরুবোঝাই ভুটভুটি উল্টে চাচা–ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে,শনিবার (২৫ অক্টোবর ২০২৫) সকাল অনুমান ৮টার দিকে উপজেলার তালঝাড়ি গ্রামের জোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, লাইফ হোসেন ভুট্রু (৩২) ও তাঁর ভাতিজা মাসুদ রানা ওরফে মওলা (৩০) ভুটভুটি করে গরু নিয়ে জয়পুরহাট যাচ্ছিলেন। পথে তালঝাড়ি গ্রামের জোড়া ব্রিজের পশ্চিম পাশে পাকা রাস্তায় পৌঁছালে ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়,নিহত লাইফ হোসেন ভুট্রু ধামইরহাট উপজেলার আড়ানগর (বাসিন্দাপাড়া) গ্রামের মো. নজিম উদ্দিনের ছেলে এবং মাসুদ রানা একই এলাকার মো. জাইদুল ইসলামের ছেলে, খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে তাঁদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধামইরহাট থানার ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।