সংবাদদাতা মো: রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া।
খেলাধুলায় বাড়ে বল – মাদক ছেড়ে খেলতে চল”
এই স্লোগানকে সামনে রেখে ,
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন নোয়াগাঁও ডাবল ফ্রীজ ফুটসাল
ফুটবল টুর্নামেন্টের জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হল মেগা ফাইনাল ম্যাচ খেলাটি ।
সোমবার বিকেলে ঐতিহ্যবাহী নোয়াগাঁও উত্তরপাড়া খেলার মাঠে অত্র এলাকার মান্যবর গন্যমান্য ব্যাক্তিবর্গগণের উপস্থিথিতে, এই জমজমাট মেঘা ফাইনাল ম্যাচে টান টান উত্তেজনা আর উপচে পড়া হাজারু দর্শকের উপস্থিতিতে এই ফাইনাল খেলাটি দেখতে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে হাজারু দর্শক চরম উত্তেজনাপূর্ণ ও দর্শকনন্দিত মাঠের চারপাশে উপচে পড়া ভীড় জমায়।
এই ম্যাচে মুখোমুখি হয় বিটঘর ফুটবল একাডেমী বনাম কোনাউর ফুটবল একাডেমী ।
খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণ–প্রতি আক্রমণের মাধ্যমে হাড্ডাহাড্ডি লড়াইয়ে উভয় দল ( ৩--৩ ) গোলে ড্র হলে লড়াই চালীয়ে খেলা ট্রাইব্রেকারে গড়াই, ট্রাইব্রেকারে বিটঘর ফুটবল একাডেমী চ্যাম্পিয়ান হয়ে গৌরব অর্জন করল এই দলটি।
পড়ে পুরো মাঠজুড়ে দর্শকের বিপুল উপস্থিতি, করতালি ও উল্লাসে ছিল টানটান উত্তেজনা মাঠে ।
উক্ত খেয়া পরিচালনা টুর্নামেন্ট কমিটির সভাপতি
কাজল মেম্বারের সভাপতিত্বে ও টুর্নামেন্ট কমিটির
সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম কনুর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীনগর উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী ফোরামের সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ধানের শীষ প্রতীকে মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নান ।
ও প্রধান পৃষ্ঠপোষক: হিসেবে উপস্থিত ছিলেন
বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো: আক্তার হোসেন বাবুল।
এবং প্রধান মেহমান:হিসেবে উপস্থিত ছিলেন
মাওলানা দাহিয়াতুল মোহাম্মদ দিদার।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জেলা বিএনপি'র সদস্য ও উপজেলা বিএনপি'র যুগ্ম সম্পাদক মোঃ রহমত উল্লাহ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মহিউদ্দিন আহমেদ মহিন, কাইতলা উত্তর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ দেলোয়ার হোসেন দুলাল , বিশিষ্ট দানবীর আলহাজ্ব মো: পাপেল রাজ লিটন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো: আব্দুর রাজ্জাক,
উক্ত ফুটসাল ফুটবল টুর্নামেন্টের খেলায়
সার্বিক ব্যবস্থাপনায়: ছিলেন মো: সাইফুল ইসলাম কনু, মোঃ নাজির মুন্সী, মো: সাদ্দাম মদ্দি, মোঃ লোকমান মুন্সী, মো: আসাদুজ্জামান মুন্সী,
মো: হোসেন মাষ্টার, মোঃ হিরু মিয়া, মো: কাউছার মন্দি,
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের
হাতে ও পরাজিত দলের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দুগণ।