স্টাফ রিপোর্টার হেবজুল বাহার ২৫/৬/২৫
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কাইতলা(দ:) ইউনিয়ন কাইতলা গ্রামের নিবাসী ফেসবুক অনলাইন আলম টিভির সত্বাধিকারী সাংবাদিক শাহ আলম খন্দকারের মর্মান্তিক মৃত্যুতে নবীনগর উপজেলা প্রেসক্লাব গভীরভাবে শোকাহত এবং তার মৃত্যুর ঘটনার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এলাকাবাসীর সূত্রে জানা যায়,ওই এলাকার কুখ্যাত ডাকাতি মামলার আসামি বাবুল টাইগার জেল থেকে বের হয়ে আজ বুধবার(২৫/৬) দুপুরের পর সাংবাদিক শাহ আলমের পরিবার বেড়াতে যাওয়ার সময় রাস্তার মধ্যে আটক করে ব্যাগ। মানিব্যাগ ও মোবাইলসহ বিভিন্ন জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যায়। এই খবর পেয়ে সাংবাদিক শাহ আলম খন্দকার লোকজন নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার সময় ধাক্কাধাক্কির এক পর্যায়ে শাহ আলম মাটিতে লুটে পড়েন। স্থানীয় ডাক্তার তাকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে জানান। এই খবরে স্থানীয় লোকজন বাবুল টাইগার কে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেন। এলাকাবাসী বাবুল টাইগারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।