
মোঃ রাসেল ব্যুরো প্রধান নাটোর :
নাটোরের নলডাঙ্গা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম (৪০) কে কুপিয়ে গুরুতরভাবে জখম করার অভিযোগ উঠেছে তার নিকটাত্মীয়দের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে ২ জানুয়ারি (শুক্রবার) সকাল আনুমানিক ১১টার দিকে নলডাঙ্গা উপজেলার জাঙ্গালপাড়া এলাকায়। পারিবারিক সূত্রে জানা যায়, একই এলাকার নিকটাত্মীয় মোঃ শামসুল ইসলামের চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এ ঘটনায় বাধা দিতে গেলে ছাত্রদল নেতা রিয়াজুল ইসলামের ওপর দেশীয় অস্ত্র দা, হাসুয়া ও শাবল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে তার ফুপাতো ভাই রাজশাহীর তাহেরপুর এলাকার মোঃ আরিফুল ইসলাম লিটন (মৃত আসাদ আলীর ছেলে) এবং তার আপন চাচা জাঙ্গালপাড়া এলাকার রেজাউল করিম ওরফে জুলু (মৃত নাসির প্রামাণিকের ছেলে)। আহত রিয়াজুল ইসলাম হলুদঘর এলাকার মোঃ আক্কাছ প্রামাণিকের ছেলে।
পরে স্থানীয়দের সহযোগিতায় আহত রিয়াজুল ইসলামকে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
ঘটনার বিষয়ে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযম বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।