মোঃ রাসেল ব্যুরো প্রধান নাটোর :
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনে রেললাইনে ফাটল দেখা দেয়ায় সাময়িকভাবে ১ নম্বর লাইনে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে স্টেশন কর্তৃপক্ষ।
সোমবার (৮ ডিসেম্বর) ভোর ৫টার দিকে মাধনগর রেলস্টেশন এলাকার মাছ বাজার সংলগ্ন ১ নম্বর লাইনে স্থানীয়রা প্রথম ফাটলটি দেখতে পান। পরে তারা দ্রুত বিষয়টি স্টেশন কর্তৃপক্ষকে অবগত করেন।
মাধনগর স্টেশন মাস্টার মোঃ আব্দুল আওয়াল জানান, তীব্র ঠান্ডাজনিত কারণে রেল লাইন ফেটে গেছে। নিরাপত্তার স্বার্থে আপাতত ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে অন্যান্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক আছে বলে তিনি জানিয়েছেন।
এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মাধনগর ইউনিয়ন বিএনপির সাবেক সফল সভাপতি ও নলডাঙ্গা উপজেলা নির্বাচন কমিরির যুগ্ম আহবায়ক এবং মাধনগর স্টেশন উন্নয়ন কমিটির সভাপতি মোঃ মাতিনূর রহমান মৃধা সহ স্থানীয় আরও অনেকে।
রেললাইনে ফাটল মেরামতের কাজ দ্রুত সম্পন্ন করে ট্রেন চলাচল স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে স্টেশন প্রশাসন।