
মোঃ রাসেল ব্যুরো প্রধান নাটোর :
নাটোরের নলডাঙ্গা উপজেলায় নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বাসুদেবপুর সাঝিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ড্রাম ট্রাক সোজা ঢুকে পড়ে একটি ইটের বাড়িতে। এতে ট্রাকের ড্রাইভার ও হেলপার গুরুতর আহত হন এবং বাড়ির দুইটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ভোর ৫টার দিকে বালুভর্তি ড্রাম ট্রাক (নং: কুমিল্লা-ট ১১-০২১৬) নলডাঙ্গা থেকে নাটোরগামী ছিল। পথে ট্রাকচালক ঘুমিয়ে পড়লে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অবস্থিত শহিদুল মিস্ত্রির বসতবাড়ির দেয়ালে সজোরে ধাক্কা দেয়। এ সময় বাড়ির দুইটি কক্ষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় আহতরা হলেন—ড্রাইভার মোঃ শাহিন উদ্দিন (৪০), পিতা: মৃত শাহাদাত হোসেন, গ্রাম ও পোস্ট: সারদা, উপজেলা: চারঘাট, ও হেলপার একই এলাকার মৃত: রফিকুল ইসলামের ছেলে মোঃ মিন্টু শেখ (৩০), খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসারের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে নলডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাকিউল আযম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।