 
																
								
                                    
									
                                 
							
							 
                    
মোঃ রাসেল নাটোর প্রতিনিধি :
নাটোরে শিশুদের নিয়ে কেক কাটা, আলপনা আঁকা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যালির মাধ্যমে যমুনা টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে শহরের চকবৈদ্যনাথ এলাকায় স্বপ্নকলি স্কুলের শিশু শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা হয়। পরে আলপনা আঁকা ও শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে ১১ বছর পেরিয়ে যমুনা টেলিভিশন ১২ বছরে পদার্পন উপলক্ষ্যে এক র্যালি বের করা হয়। অনুষ্ঠানে সমাজ সেবক আব্দুস সালামসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যমুনা টেলিভিশনের সংবাদে যেমন অন্যায় অনিয়ম ভেসে যায়- তেমনি দ্রোহে জ্বলে উঠে বারংবার। যমুনা একদিকে প্রেমময়। অন্যদিকে দুর্বার গতিতে জ্বালাময়ী। বাংলাদেশের গণমাধ্যম হয়ে সিএনএন, আল জাজিরা, সিএনএন, ফক্স নিউজকে পেছনে ফেলে আলোকিত যাত্রা সবাইকে ভীষণ অনুপ্রাণিত করে। দেশে ইউটিউবে সর্বোচ্চ সাবক্রাইবার বলে দেয়, দর্শকদের আস্থার স্থানে আছে যমুনা টেলিভিশন। এক অনন্য- বর্নীল পথচলায় টিম যমুনা পেয়েছে গণমানুষের ভালবাসা। আগামীতেও এই পথচলা অব্যাহত রাখার আহবান জানান তারা।