নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ভুলতা গাউছিয়া থেকে শীর্ষ সন্ত্রাসী মোশারফ গ্রেফতার
ক্রাইম রিপোর্টার মো আলমগীর হোসেন: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ভূলতা এলাকায় অভিযান পরিচালনা করে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী মোশারফ হোসেন (৩০)কে গ্রেফতার করেছে র্যাব ৩ এর অভিযানীক দল। গত ১২ জানুয়ারী অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী মোশারফ হোসেনকে গ্রেফতার করা হয়। মোশারফ হোসেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার উত্তর ভুলতা গ্রামের মোহাম্মদ মোজাম্মেল হকের ছেলে।গ্রেফতারের সময় উক্ত সন্ত্রাসীর কাছ থেকে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন এক রাউন্ড গুলি দুটি মোবাইল ফোন দুটি সিম কার্ড এবং নগদ ৮৮৫০ টাকা উদ্ধার করা হয়। তাহার বিরুদ্ধে গত ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে এর কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার অপরাধে রূপগঞ্জ থানায় একটি মামলার দায়ের করা হয়, যার মামলা নং৪৭/৬৩৩ তারিখ ১৫/০৯/২০২৩। উক্ত আসামীর বিরুদ্ধে ভূমি দখল ফুটপাতে চাঁদাবাজি বালু উত্তোলন নিয়ে প্রভাব বিস্তার ও দখলদারিত্ব অপহরণপূর্বক মুক্তিপন আদায় আধিপত্য বিস্তার সহ রূপগঞ্জ থানায় অপহরণ একটি সরকারি কাজে বাধা করেন, একটি আসামী ছিনতাইয়ের মামলা রয়েছে। মোশাররফ হোসেন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার জন্য উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ব্যবহার করে আসছিল।