
খন্দকার জলিল, জেলা ব্যুরো প্রধান, পটুয়াখালী
পটুয়াখালীর গলাচিপা উপজেলার নিউজ ২১ টিভির উপজেলা প্রতিনিধি শিশির রঞ্জন হাওলাদারের বাবা সুশিল রঞ্জন হাওলাদার এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে গলাচিপা উপজেলা প্রেসক্লাব।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (১০ ডিসেম্বর) রাত ২টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্য এক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, “একজন সম্মানিত সামাজিক ব্যক্তিত্বকে হারানো পরিবারের জন্য যেমন অপূরণীয় ক্ষতি, তেমনি সমাজও এক সৎ ও শান্তিপ্রিয় মানুষকে হারাল।”
তার মৃত্যুতে পরিবার সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।