
সৈয়দ মুহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি:-
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমছড়া রাস্তার মাথা এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণহীন একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি দোকান ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা সম্পূর্ণভাবে চুরমার হয়ে গেছে। এ ঘটনায় বাসের যাত্রীসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার (১১ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটে বরুমছড়া রাস্তার মাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে মোড় অতিক্রম করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রথমে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে যায়। এরপর বাসটি পাশের একটি দোকানে ঢুকে পড়ে, ফলে দোকানটি মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়।
দুর্ঘটনায় বাসের সামনের অংশ, অটোরিকশা এবং দোকানটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বাসে থাকা যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।
দুর্ঘটনার পরপরই বাসের চালক ও তার সহকারী গাড়িটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাস ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি জব্দ করে। পলাতক চালকের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ স্থানীয়দের সঙ্গে কথা বলছে এবং অভিযান শুরু করেছে।
বিকেলের ব্যস্ত সময়ে এমন ভয়াবহ দুর্ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, চালকদের বেপরোয়া গতি ও অনিয়ন্ত্রিত প্রতিযোগিতার কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তাঁরা দ্রুত পলাতক চালককে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত দোকানদার ও অটোরিকশা মালিককে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।