শেখ মোঃ হুমায়ুন কবির, চিফ রিপোর্টার :—
দেশের গণমাধ্যম অঙ্গনে সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় একটি সাহসী ও কার্যকর সংগঠন হিসেবে ক্রমেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)।
বিশেষ করে নির্যাতিত ও নিপীড়িত সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে সংগঠনটি আজ সাংবাদিক সমাজের কাছে একটি নির্ভরযোগ্য আশ্রয়স্থল হিসেবে পরিচিতি পেয়েছে।
প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) সাংবাদিকদের ওপর সংঘটিত হামলা, মামলা, হুমকি ও পেশাগত হয়রানির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে কাজ করে যাচ্ছে।
দেশের যেকোনো প্রান্তে কোনো সাংবাদিক বিপদে পড়লে সংগঠনের নেতৃত্ব দ্রুত ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেয় এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করে।
মিথ্যা বা উদ্দেশ্যপ্রণোদিত মামলায় কোনো সাংবাদিক গ্রেপ্তার হলে নিজস্ব অর্থায়নে জামিন ও আইনি সহায়তা প্রদানের উদ্যোগ নেয়—যা সাংবাদিক সমাজে প্রশংসিত ও দৃষ্টান্তমূলক ভূমিকা হিসেবে বিবেচিত হচ্ছে।
সংগঠনটির একটি উল্লেখযোগ্য দিক হলো—কোন সাংবাদিক কোন সংগঠনের সদস্য, তা নয়; বরং তিনি প্রকৃত সাংবাদিক কিনা, সেটিই বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এই মানবিক ও ন্যায়ভিত্তিক দৃষ্টিভঙ্গির কারণে সংগঠনটি দ্রুত সাংবাদিকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) মনে করে, মাঠপর্যায়ের সাংবাদিকরা প্রতিনিয়ত রাজনৈতিক, সামাজিক ও প্রভাবশালী মহলের নানা চাপ ও ঝুঁকির মধ্যে দায়িত্ব পালন করেন।
এসব বাস্তবতা বিবেচনায় রেখে সংগঠনটি সাংবাদিকদের আইনি সহায়তা, সাংগঠনিক সমর্থন এবং নৈতিক শক্তি জোগাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান বলেন,“সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও ঝুঁকিপূর্ণ পেশা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গিয়ে অনেক সময় সাংবাদিকদের নির্যাতন ও মামলার মুখে পড়তে হয়। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব গঠনের মূল উদ্দেশ্যই হলো—এমন নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ানো এবং তাদের পেশাগত অধিকার নিশ্চিত করা।”
তিনি আরও বলেন,“একটি গণতান্ত্রিক সমাজে স্বাধীন ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। সেই সাংবাদিকতা টিকিয়ে রাখতে হলে সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা জরুরি। ঐক্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের মাধ্যমে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবকে একটি আদর্শ সাংবাদিক সংগঠনে পরিণত করাই আমাদের লক্ষ্য।”
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার বলেন,“বর্তমান সময়ে সাংবাদিকতা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।
সত্য সংবাদ প্রকাশ করলেই মামলা, হামলা ও নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। এমন পরিস্থিতিতে সাংবাদিকদের একা ছেড়ে দেওয়া যায় না। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব সবসময় সাংবাদিকদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।”
তিনি আরও জানান,“সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালার আয়োজন আমাদের অন্যতম অগ্রাধিকার। পাশাপাশি নির্যাতিত সাংবাদিকদের আইনি ও সাংগঠনিক সহায়তা প্রদান আমাদের নৈতিক দায়িত্ব।”
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) কেবল বিবৃতি বা বক্তব্যে সীমাবদ্ধ না থেকে বাস্তব ও কার্যকর পদক্ষেপ গ্রহণে বিশ্বাসী। সাংবাদিক নির্যাতনের ঘটনায় সংগঠনের নেতারা সরাসরি ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করেন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং ন্যায়বিচার নিশ্চিতে সক্রিয় ভূমিকা পালন করেন।
সাংবাদিকদের অধিকার রক্ষার পাশাপাশি সংগঠনটি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও কাজ করে যাচ্ছে। দুর্যোগকালীন সময়ে ত্রাণ বিতরণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সংগঠনটি সমাজের কল্যাণেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বর্তমান নেতৃত্বের দূরদর্শিতা, ঐক্য ও কার্যকর ব্যবস্থাপনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) দিন দিন আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠছে। সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও শৃঙ্খলা বজায় থাকায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হচ্ছে।
সাংবাদিক সমাজের একটি বড় অংশের মতে, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) বর্তমানে নির্যাতিত ও নিপীড়িত সাংবাদিকদের জন্য একটি আস্থার প্রতীক ও নির্ভরযোগ্য আশ্রয়স্থলে পরিণত হয়েছে। সাহসী, মানবিক ও দায়িত্বশীল নেতৃত্বের কারণে সংগঠনটি দ্রুত সাংবাদিকদের বিশ্বাস অর্জনে সক্ষম হয়েছে।
সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) আগামী দিনগুলোতে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও আদর্শ সাংবাদিক সংগঠন হিসেবে দেশব্যাপী সুপরিচিতি লাভ করবে এবং সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় অগ্রণী ভূমিকা পালন করবে।