আশীষ বিশ্বাস
সিনিয়র স্টাফ রিপোর্টার
নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ন্যায্য অধিকার, গণতান্ত্রিক প্রত্যয় ও শ্রমিক কল্যাণের দাবিতে আয়োজিত এ সমাবেশে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো শ্রমিক অংশগ্রহণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জলঢাকা উপজেলা সভাপতি রেজাউল ইসলাম। পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাজেদুল ইসলাম বুলবুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনার রশিদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের জামায়াত মনোনীত পদপ্রার্থী ও জেলা মজলিসের সুরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল, উপজেলা জামায়াতের আমীর মোকলেছুর রহমান মাষ্টার, জেলা মজলিসের সুরা সদস্য প্রভাষক ছাদের হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়ম্মার আল হাসান, সহকারী সেক্রেটারি প্রভাষক মুজাহিদ মাসুম ও পৌর জামায়াতের আমীর মাওলানা মোজাম্মেল হক।
বক্তারা শ্রমিক শ্রেণিকে দেশের উন্নয়নের মূল শক্তি উল্লেখ করে ন্যায্য মজুরি, শ্রমিক অধিকার এবং দুর্নীতি-মুক্ত শ্রম পরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান আলোচকের বক্তব্যে আসন্ন নির্বাচনকে সামনে রেখে শ্রমিক কল্যাণ, ন্যায্য মজুরি এবং ইসলামী মূল্যবোধভিত্তিক ন্যায়নিষ্ঠ সমাজ গঠনের প্রতিশ্রুতি তুলে ধরা হয়।
সমাবেশস্থলে শ্রমিকদের পরনে দাঁড়িপাল্লা প্রতীকের সাদা টি-শার্ট, হাতে বিভিন্ন দাবি-সংবলিত ব্যানার–প্ল্যাকার্ডে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ভ্যানচালক, দিনমজুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমজীবী মানুষের উপস্থিতিতে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে।
আলোচনা শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরিশেষে দেশ, শ্রমিকসমাজ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত হয়।