আশীষ বিশ্বাস
সিনিয়র স্টাফ রিপোর্টার
২৮ অক্টোবর মঙ্গলবার
জেলা তথ্য অফিস, নীলফামারী কতৃর্ক আয়োজিত প্রান্তিক পর্যায়ে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত কার্যক্রমের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরের ( অক্টোবর -ডিসেম্বর) প্রান্তিকের নিয়মিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামে মোসাম্মৎ শাহানাজ পারভীন (৪,৫,৬ নং ইউপি মহিলা সদস্য) এর উঠানে এ "উঠান বৈঠকটি" অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোঃ বায়েজীদ হোসেন, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং এলাকার বিভিন্ন বয়সের নারী ও কিশোর কিশোর। জেলা তথ্য অফিসার স্বাস্থ্য, শিক্ষা, বাল্য বিবাহ, শিশু ও কিশোরদের শারিরীক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। নৈতিকতা ও মূল্যবোধের মাধ্যমে সমাজে মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে মায়েদের ভূমিকা যে অপরিসীম সে বিষয়টি ও আলোকপাত করেন। এছাড়াও বর্তমানে মোবাইল আসক্তি থেকে শিশুদের দুরে রাখার প্রয়োজনীয়তা উল্লেখ করেন। ডেঙ্গু ও শীতকালীন রোগ সম্পর্কে সকলের সচেতনতার প্রয়োজনীয়তার বিষয়টি উঠান বৈঠক এ উঠে আসে। টাইফয়েড টিকাদান এর প্রয়োজনীয়তা ও টিকা বিষয়ে গুজব, অপতথ্য প্রতিরোধে সকলের সচেতনতার গুরুত্ব উঠান বৈঠকে তুলে ধরা হয়।