
মোঃ আল আমিন ইসলাম নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী- ৩ (জলঢাকা) আসনে ভোটারদের মাঝে বইছে নির্বাচনী হাওয়া। নির্বাচনী এলাকায় চলছে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ। দিন যতই যাচ্ছে ততই সরগরম হয়ে উঠছে নির্বাচনী মাঠ।
প্রতিদিন বিভিন্ন দলের মনোনীত প্রার্থীদের কর্মী সমর্থকরা পাড়ায় মহল্লায় গিয়ে করছেন উঠান বৈঠক। সরে জমিনে ঘুরি দেখা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নীলফামারী জেলা বিএনপির সদস্য ও সাবেক জেলা বিএনপির সহ সভাপতি এবং জলঢাকার দুইবারের উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী ভোটারদের সাথে দেখা সাক্ষাৎ এবং উঠান বৈঠক অব্যাহত রেখেছেন। তবে এ দিকে ভোটের মাঠে ভোটারদের আলোচনায় আসছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সফল মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট। এছাড়াও অন্যান্য দলের মধ্যে জাতীয় পার্টির থেকে মনোনীত প্রার্থী রোহান চৌধুরী, গণঅধিকার পরিষদ থেকে মনোনীত প্রার্থী সোহাগ হোসেন (বাবু) বাংলাদেশ ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আমজাদ হোসেন সরকার তারাও সাধারণ মানুষদের সাথে দেখা সাক্ষাৎ অব্যাহত রেখেছেন। প্রতিনিয়ত প্রত্যেকটি ইউনিয়ন, ওয়ার্ডে, গ্রামে, গ্রামে পাড়া মহল্লায় ছুটে চলছেন এসব প্রার্থীরা। এ বিষয়ে প্রার্থীদের সাথে কথা হলে তারা জানিয়েছেন এবারের ভোট সুষ্ঠু হবে ইনশাল্লাহ