
মোঃ ছালাম, সিনিয়র রিপোর্টারঃ-
দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রানীসম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেছারাবাদে শুভ উদ্বোধন করা হয় জাতীয় প্রানী সম্পদ প্রদর্শনী ২০২৫। ২৬ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি স্বরূপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ জাহিদুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড) জনাব মোঃ রায়হান মাহমুদ,পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহমুদুল হাসান শিবলী,কৃষি ব্যাংক ব্যাবস্হাপক জহিরুল ইসলাম।
উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ তাপস কুমার ঘোষের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে শুরু হয়ে অনুষ্ঠানস্হলে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় খামারি এবং পোল্ট্রি ফিড ব্যাবসায়ীদের নানা অভিযোগ দুঃখ দুর্দশার কথা শুনে গঠন মুলক দিক নির্দেশনা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম।
আলোচনা শেষে অনুষ্ঠানের প্রদর্শনীর সকল ষ্টল ঘুরে দেখেন এবং গনমাধ্যম কর্মী সহ উপস্হিত সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের সভাপতি ডাঃ তাপস কুমার ঘোষ জানান প্রানীদের জন্য আলট্রাসাউন্ড মেশিনের ব্যাবস্হা সহ অনেক জিনিসের প্রদর্শনীর ব্যাবস্হা এখানে রাখা হয়েছে। উদ্যোক্তারা প্রদর্শনীতে আসলে অনেক কিছু শিখতে পারবে। তিনি সকলকে প্রদর্শনীতে আসার আমন্ত্রন জানান।