বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন
ঘোষনা
ঝিনাইদহে বৃষ্টির আশায় কেঁদে বুক ভাসালেন মুসল্লীরা বাংলাদেশ সমাজ সেবা ফাউন্ডেশন কর্তৃক তৃষ্ণা নিবারণ উপকরণ বিতরণ নাটোরে বাগাতিপাড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৬ পরিবার শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে গলাকেটে হত্যার ঘটনায় জড়িত ২ জনকে গ্ৰেফতার করেছে র‌্যাব-১ রায়গঞ্জে শিক্ষা বিষয়ক গ্লোবাল এ্যাকশন সপ্তাহ পালিত ঝিনাইদহ র‌্যাবের অভিযানে মানব পাচার চক্রের মূলহোতা গ্রেফতার আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সি‌লেট বিভা‌গের শ্রেষ্ঠ ও‌সি নির্বাচিত হলেন, ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আলী হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন নীলফামারী ডোমার উপজেলায় এক যুবক ট্রেনে কাটা পরে নিহত 

নেত্রকোণা সদরে আগুনে দোকানপাট পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

মহিউদ্দিন তালুকদার, সিনিয়র রিপোর্টার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১৫৯ বার পঠিত

 

 

নেত্রকোণা সদর উপজেলার ৪ নং সিংহের বাংলা ইউনিয়নের রায়দুম রুহী গ্রামের ভোটের ঘর বাজারে আগুনে দোকানপাট পুড়ে ভস্মীভূত হয়েছে।
সোমবার (৮ মে) দিবাগত রাত আনুমানিক ১২.৩০ মিঃ এ আগুনের ঘটনাটি ঘটে। রাত ১ টার দিকে ফায়ার সার্ভিসের কর্মী ও এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ আগুনে উক্ত গ্রামের আছর উদ্দীনের মনোহারী দোকান (প্রায় ৬ লক্ষ টাকার মালামাল) একেবারেই পুড়ে ছাই হয়ে যায়।
আছর উদ্দীনের ছেলে স্বপন ও প্রত্যক্ষদর্শী এ বিষয়ে জানান,স্বপন দোকান বন্ধ করে দোকানে ঘুমিয়েছিলেন।ঘুমানো অবস্থায় একই গ্রামের স্বপনের বন্ধু জামাল তাকে বাহিরে থেকে ডেকে নিয়ে জসীমের দোকানে চা পান করে।হঠাৎ তারা দেখতে পায় দোকানঘরে আগুন জ্বলছে। চায়ের দোকানে আরো কিছু লোকজন ছিলেন। মূহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে।এতে করে পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এবং আবু সিদ্দিক এর দোকান (ইলেকট্রনিক দোকান) প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। হার্ডওয়্যার এর দোকান (মোজাম্মেলের দোকান) আংশিক ক্ষতিগ্রস্হ হয়।মানিকের ঔষধের দোকান ও বাশারের মনোহারি দোকানেও মালামাল পুড়ে যায়।
উল্লেখ্য যে, আগুন কিভাবে লেগেছে তা কেউ বলতে পারছে না। মালামাল পুড়ে যাওয়ায় ব্যবসায়ীগণ দিশেহারা হয়ে পড়েছেন।একমাত্র অবলম্বন দোকান পুড়ে যাওয়াতে প্রায়ই অজ্ঞান হয়ে যাচ্ছেন।
উক্ত ইউনিয়নের চেয়ারম্যান আলী আহসান সুমন ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা জেলা প্রশাসক মহোদয়কে অবগত করেন। এবং সাহায্য -সহযোগিতা কামনা করেন।
বিশেষ ভাবে উল্লেখ্য যে, দোকানগুলোর সবকটিই ভাড়া নেয়া।এ ঘরগুলোর মালিক ইকবাল হোসেন মানিক।
এ আগুনের বিষয়ে ইকবাল হোসেন মানিক সাংবাদিকদের জানান,আমি এ অবস্থায় হতাশাগ্রস্ত ।অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক ঘটনাটি ঘটে গেছে। অনেক গুলো দোকানের দেয়ালও ধ্বসে গেছে।তিনিও জেলা প্রশাসক এর সার্বিক সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991