
খন্দকার জলিল – স্টাফ রিপোর্টার :
পটুয়াখালীর গলাচিপায় বিএনপি এবং গণ অধিকার পরিষদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
গত কাল ১২ জুন বৃহস্পতিবার সন্ধ্যার পরে উপজেলার চর বিশ্বাস ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে মৎস্যজীবী দলের পূর্ব ঘোষিত কর্মী সভা চলছিল। উক্ত সভায় ইউনিয়ন বিএনপির শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভা চলাকালীন সময়ে হঠাৎ করে গণ অধিকার পরিষদের শতাধিক দুষ্কৃতকারী এবং স্থগিত হওয়া আওয়ামীলীগের সন্ত্রাস বাহিনী ধারালো দাও, লাঠি, ইট এবং পাটকেল নিয়ে পিছন থেকে বিএনপির নেতাকর্মীদের আক্রমণ করে ব্যাপক মারধর এবং রক্তাক্ত জখম করে। অফিসে থাকা প্রায় দুই শতাধিক চেয়ার ভাংচুর করে। এ সময় ব্যাপক চেয়ার একে অপরের দিকে ছুড়ে মারতে দেখা গেছে। দুষ্কৃতকারীরা অফিসে ঢুকে তান্ডব চালিয়ে শহীদ জিয়া, খালেদা জিয়া এবং তারেক রহমানের বাঁধাই করা ছবি ভাংচুর এবং ব্যানার ছিড়ে ফেলে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায় এতে বিএনপির প্রায় ২০ জন নেতকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জন গুরুতর অসুস্থ হলে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাদের ভর্তি করানো হয়।
মুহূর্তের মধ্যে উক্ত খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গলাচিপা উপজেলা বিএনপির সাধারন নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
অপরদিকে গন অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর তার গ্রামের বাড়ি গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নে। সে সুবাদে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী কুশল বিনিময় করতে তার নিজ এলাকায় আসেন।
গত ১২ জুন বৃহস্পতিবার সন্ধ্যার পরে বকুল বাড়ীয়া ইউনিয়নের পাতাবুনিয়া বাজারে একটি স্বরন সভায় যোগ দেন এবং দলীয় অফিস উদ্বোধন কর্মসূচী পালন করেন। রাত ১০ টার দিকে গলাচিপা রওয়ানা দেয়ার সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা রাস্তায় গাছ ফেলে এবং ধারালো দাও, ইট, পাটকেল নিয়ে নুরুল হক নুরকে অবরুদ্ধ করে রেখেছে বলে নুরুল হক নুর তার নিজ ফেজবুকে স্টাটাস দিলে মুহূর্তে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যায় এবং উভয় দলের নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করেতে থাকে।
আইনশৃঙ্খলা বাহিনী সংবাদ পেয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে ব্যাপক পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আইনশৃঙ্খলা বাহিনী ভোর রাত ৪ টার সময় নুরুল হক নুরকে অবরুদ্ধ থেকে কঠোর নিরাপত্তার মাধ্যমে গলাচিপা নিয়ে আসে।
চরম উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট মো. মাহমুদুল হাসান গলাচিপা উপজেলায় আজ ১৩ জুন শুক্রবার সকাল থেকে ১৫ জুন পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে মর্মে জানা যায়।