
খন্দকার জলিল – স্টাফ রিপোর্টার :
পটুয়াখালীর রাংগাবালী উপজেলা যুবদলের সদস্য সচিব মু. নিয়াজ আকনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুন শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা যুবদল আয়োজিত এ মানববন্ধনে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া স্থানীয় সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এতে যোগ দেন।
মানববন্ধন চলাকালে নেতাকর্মীরা দুর্দিনের নিয়াজ ভাই আমরা তোমায় ভুলি নাই এই স্লোগান দিতে থাকেন।
বক্তারা বলেন নিয়াজ আকন বিএনপির দুর্দিনের একজন নিবেদিতপ্রাণ। বিগত ১৭ বছর ধরে তিনি ফ্যাসিস্ট আওয়ামীলীগের দমন-পীড়নের বিরুদ্ধে রাজপথে সক্রিয় ছিলেন। তার জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এসব অপপ্রচার ও ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেওয়া হবে না। নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।
এর আগে শুক্রবার সকালে রাংগাবালী
উপজেলার পূর্ব বাহেরচর স্লুইস ঘাট এলাকায় নিয়াজ আকনের বিরুদ্ধে একটি মিছিল করা হয়। সেই মিছিলটিকে পরিকল্পিত ষড়যন্ত্র এবং অপপ্রচার আখ্যা দিয়ে তার প্রতিবাদেই যুবদল নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে এই মানববন্ধনের আয়োজন করেন।
নিয়াজ আকনের পক্ষে আয়োজিত মানববন্ধনে বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক এবং তদন্ত করে ঘটনার নেপথ্যের মদদদাতাদের খুঁজে বের করা হোক।