
খন্দকার জলিল জেলা ব্যুরো প্রধান, পটুয়াখালী:-
পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) সংসদীয় আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি আবুবকর সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাহমুদুল হাসান-এর কার্যালয় থেকে তিনি আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা জানান, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, ন্যায়বিচার, সুশাসন নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে দলটি নির্বাচনে অংশগ্রহণ করছে।
মনোনীত প্রার্থী মুফতি আবুবকর সিদ্দিকী বলেন, পটুয়াখালী-৩ আসনের জনগণের মৌলিক অধিকার রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠাই তাঁর প্রধান অঙ্গীকার।
নেতৃবৃন্দ আরও বলেন, জনগণের আস্থা ও সমর্থনের মাধ্যমে যদি একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে দেশের গণতান্ত্রিক ধারা আরও সুদৃঢ় হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় জনগণের কল্যাণে গঠনমূলক রাজনীতিতে বিশ্বাস করে এবং আসন্ন নির্বাচনেও সে ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।