
হাসান তারেক
স্টাফ রিপোর্টার:-
জেলা এনএসআই চট্টগ্রামের তথ্যের ভিত্তিতে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আলী সিকদার পাড়া এলাকায় অবৈধ মাটি কাটার দায়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল গভীর রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
এই সময় অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কেটে কৃষি জমি চাষের অনুপযোগী করার সময় ১টি স্ক্যাভেটর ও ৩টি ডাম্পার ট্রাক জব্দ করা হয়।
বর্তমানে জব্দকৃত স্ক্যাভেটর ও ডাম্পার ট্রাকগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
অভিযানকালে লোহাগাড়া থানা পুলিশ, আনসার সদস্য ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট মং এছেন জানান, জমির উর্বরতা রক্ষায়, মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান রয়েছে।প্রতিনিয়ত মাটি, বালু খেকোদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় ফসলি জমির টপসয়েল নষ্ট ও কৃষি জমির মাটি কাটার অপরাধে উপজেলার পদুয়া আলি সিকদার পাড়ায় অভিযান পরিচালনা করে ১টি স্ক্যাভেটর ও ৩টি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। অভিযানে ঘটনাস্থলে কাউকে আটক করা যায়নি। মাটিখেকোরা দ্রুত পালিয়ে যায়। উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে থাকবে বলেও জানান তিনি।