নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৬নং মাটিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহেল রানা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ শুধু আনন্দের বার্তা নয়, এটি আমাদের সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য শিক্ষা দেয়। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে সকল ভেদাভেদ ভুলে একসাথে এগিয়ে যাওয়া।”
চেয়ারম্যান মোঃ সোহেল রানা বলেন, “ঈদের এই আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সকলের মাঝে ছড়িয়ে পড়ুক। সবাই যেন ঈদের আনন্দ একসঙ্গে উপভোগ করতে পারে, সেই কামনাই করি। আসুন, আমরা পরস্পরের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা প্রকাশ করি এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করি।”
চেয়ারম্যান মোঃ সোহেল রানা তার ইউনিয়নবাসীসহ সবাইকে আহ্বান জানিয়ে বলেন, “ঈদ আমাদের সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। আসুন, আমরা সকল হিংসা, বিদ্বেষ ও বিভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াই এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি।”
পরিশেষে তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমি আমার ইউনিয়নবাসীসহ দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। মহান আল্লাহ যেন আমাদের সকলের দোয়া কবুল করেন এবং ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনেন। ঈদ মোবারক!”