ফয়জুল্লাহ স্বাধীন, স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম ও মিরপুরে বসবাসরত সকল জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজ্জাদ রোমন।
তিনি বলেন-“ঈদ শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে আসে। এই মহিমান্বিত দিনে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়—এটাই আমার কামনা। আসুন, ঈদ-উল-ফিতরের শিক্ষা আমাদের জীবনে ধারণ করে সমাজে ন্যায়, সততা ও মানবিকতার বাণী ছড়িয়ে দিই।”
তিনি আরো বলেন-“পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। ঈদ হলো ত্যাগ, সদ্ভাব এবং পারস্পরিক সহমর্মিতার শিক্ষা দেয়ার একটি বড় উপলক্ষ। আমি আশা করি, ঈদের এই পবিত্র দিনে আমরা সকলেই একে অপরের প্রতি ভালোবাসা ও সহানুভূতি প্রদর্শন করব এবং শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করব।”
সাজ্জাদ রোমন পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান, যারা ঈদের দিন নিরাপত্তা নিশ্চিত করতে নিজের দায়িত্ব পালন করছেন এবং সকলকে নিরাপদ ঈদ উদযাপনের জন্য উৎসাহিত করেন।
মিরপুর মডেল থানার পক্ষ থেকে নগরবাসীকে ঈদ উপলক্ষে নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সাহায্য করার জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য,মিরপুরে চাঁদাবাজ,সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকায় সর্ব মহলে জনবান্ধব ওসি হিসেবে পরিচিত সাজ্জাদ রোমন।