ফয়জুল্লাহ স্বাধীন, স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয়ী জনপ্রিয় ছাত্রনেতা আকরাম আহমেদ।
তিনি বলেন-“পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। ঈদ হলো ত্যাগ, সদ্ভাব এবং পারস্পরিক সহমর্মিতার শিক্ষা দেয়ার একটি বড় উপলক্ষ। আমি আশা করি, ঈদের এই পবিত্র দিনে আমরা সকলেই একে অপরের প্রতি ভালোবাসা ও সহানুভূতি প্রদর্শন করব এবং শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করব।”
আকরাম আহমেদ আরও বলেন- “ঈদ আমাদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব এবং ভালোবাসার বার্তা পৌঁছে দেয়। আমাদের দেশের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি প্রত্যাশা করি, এই ঈদ সবার জীবনে আনন্দ, সুখ ও শান্তি নিয়ে আসবে।”
এ সময় তিনি ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সকল নেতাকর্মীদেরকে সহ স্ব-স্ব অবস্থান থেকে পরিবার-স্বজন নিয়ে ঈদ ভাগাভাগি করার আহ্বান জানান।