গোদাগাড়ী( রাজশাহী) প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ মাহফুজুর রহমান মিলন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ আমাদের শুধু আনন্দের বার্তা দেয় না, বরং সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনন্য শিক্ষা দেয়। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে সব ভেদাভেদ ভুলে একসঙ্গে এগিয়ে যাওয়া।”
তিনি আরও বলেন, “ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সকলের মাঝে ছড়িয়ে পড়ুক। আমরা যেন একে অপরের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা প্রকাশ করি এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করি।”
এ সময় ব্যারিস্টার মোহাম্মদ মাহফুজুর রহমান মিলন তার গোদাগাড়ী উপজেলাবাসীও তানোর উপজেলা বাসীসহ সকলের উদ্দেশে বলেন, “ঈদ আমাদের সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। তাই আসুন, আমরা সকল হিংসা, বিদ্বেষ ও বিভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াই এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি।”
পরিশেষে তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “মহান আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন এবং ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুন। ঈদ মোবারক!”