
-বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি বৈঠার তান্ডবের মাধ্যমে হত্যা ও হত্যার পরে লাশের উপর নৃত্যকারী খুনি সন্ত্রাসীদের বিচারের দাবিতে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা জামায়াতে ইসলামির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার থানা চত্তরে উপজেলা জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা আমির মোঃ হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য পেশ করেন টাংগাইল-২ আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হুমায়ুন কবীর। এসময় উপজেলার ইউনিয়ন ও পৌরশহরের জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দরা বক্তব্য পেশ করেন।
বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে জামায়াতে ইসলামী শান্তিপূর্নভাবে সমাবেশের আয়োজন করে। আওয়ামীলীগ দলের প্রধান সৈরাচার শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী তাদের সন্ত্রাসীরা লগি বৈঠা নিয়ে সমাবেশে আগত জনতার উপর অতর্কিতে হামলা চালায়। সন্ত্রাসী দল আওয়ামী লীগ তাদের সন্ত্রাসী বাহিনী লগি বৈঠা নিয়ে সারা দেশে মানুষ হত্যার তান্ডব চালায়। হামলা চালিয়ে জামায়াত শিবিরের ১৪ জন ভাইকে পিটিয়ে মেরে ফেলে। শুধু মেরেই ক্ষান্ত হয়নি তারা লাশের উপরে উঠে নৃত্য করে। এই সন্ত্রাসী হামলায় যারা শহিদ হয়েছেন তাদের পরিবার আজও বিচার পায়নি। এই হত্যাকান্ডের হুকুমদাতা শেখ হাসিনাসহ খুনীদের কঠোর বিচারের দাবি করেন বক্তারা।