
ফয়জুল্লাহ স্বাধীন স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের উদ্যোগে পল্লবী থানা স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসান বাবুর তত্ত্বাবধানে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি চলছে।
রবিবার মিরপুর ১০ সিটি কর্পোরেশন এলাকায় সরেজমিনে দেখা যায় প্রায় ৩ শতাধিক অসহায় দুঃস্থ ও খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার বিতরণ করছে পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মেহেদী হাসান বাবু।
এ সময় তিনি জানায় পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে তিনি রমজানের প্রথম দিন থেকেই ইফতার বিতরণ করছে।মিরপুর ১০ এলাকার খেটে খাওয়া রোজাদার মানুষ ইফতারের সময় চলে আসে এবং সকলের সাথে বসে তিনিও ইফতার করেন।
ইফতার সামগ্রী বিতরণ প্রসঙ্গে তিনি বলেন – দীর্ঘ ১৬ বছর এলাকার বাহিরে ছিলাম। মানুষের সেবা করতে পারেনি। তবে ফ্যাসিস্ট সরকারের পতনের পর মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ হয়েছে। এভাবে মানুষের পাশে থাকতে পারায় আমরা স্বেচ্ছাসেবক দল খুবই উচ্ছ্বাসিত।
এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।