
মোঃ শহিদুল ইসলাম রতন
সিনিয়র রিপোর্টার, জয়পুরহাট :
জয়পুরহাটের পাঁচবিবিতে গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং ভোটার উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রচারণামূলক র্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিশাল প্রচারণা র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেলিম আহমেদ সাধারণ মানুষের মাঝে গণভোটের গুরুত্ব তুলে ধরে গণভোটের পক্ষে লিফলেট বিতরণ করেন। তিনি বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণের সরাসরি মতামতের প্রতিফলন ঘটে। তাই গণভোটকে সফল করতে প্রতিটি ভোটারের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
র্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।