মোঃ শহিদুল ইসলাম রতন
সিনিয়র রিপোর্টার, জয়পুরহাট
জয়পুরহাটের পাঁচবিবিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি ) আসরের নামাজ শেষে পৌর শহরের উত্তর গোপালপুরে অবস্থিত আলহাজ্ব নজিমদ্দীন মণ্ডল এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পাঁচবিবি উপজেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে এতিমখানার হাফেজ শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ, এলাকার ধর্মপ্রাণ মুসল্লি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল কারী মোঃ এনামুল হক।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আনিছুর রহমান আনিছ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক সভাপতি জহুরুল আলম তরফদার রুকু, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মণ্ডল হেলাল, যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা যুবদলের সম্পাদক আবু সাঈদ মাস্টার, জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাজমুল হক, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুন সরকার রাশেদুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান মণ্ডল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এস এম নাহিদ হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউর ইসলাম রকি।
আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা মোঃ মাহমুদ হোসেন মামুন, মিজানুর রহমান মিজান, রাজ খান, রহিদুল ইসলাম, সাদ্দাম হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এস এম আবু তাহের, সাবেক যুগ্ম সম্পাদক রায়হান কবীর রাজুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
জেলা যুবদলের অন্যতম সদস্য মোঃ নয়ন প্রধানের সঞ্চালনায় দোয়া মাহফিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।