বরগুনার পাথরঘাটার রুহীতা এলাকায় মুদি দোকানে চুরি করতে গিয়ে হাতে হাতে ধরা খেয়েছে দুই যুবক। চুরির দায়ে দুজনের মাথার চুল কেটে দিয়েছে স্থানীয়রা। পরে তাদেরকে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়।
সোমবার (১৫ মে) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে রোববার (১৪ মে) দিবাগত রাতে পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা গ্রামে রুহিতা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন জসিমের দোকানে চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রুহিতা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন স্থানীয় মো.জসিম হাওলাদারের মুদি দোকানে চুরি করে নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। পরে সোমবার (১৫ মে) সকালে জসিমের দোকান থেকে চুরি করা মালামাল পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জাকির হোসেনের দোকানে বিক্রি করতে গেলে বিষয়টি জাকিরের সন্দেহ হয় ।পরে জসিমকে খবর দিলে স্থানীয়দের সহযোগিতায় ওই দুজনকে ধরে বেঁধে মাথার চুল কেটে দেয়। পরে ইউনিয়ন পরিষদে নিয়ে গেলে চেয়ারম্যান পাথরঘাটা থানায় সোপর্দ করে।
পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের ( ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, চুরির ঘটনাকে কেন্দ্র করে দুজনকে পরিষদে স্থানীয়রা নিয়ে আসলে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পাথরঘাটা থানায় সোপর্দ করা হয়েছে।
পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, চুরিকৃত মুদি মালামাল সহ দুই চোরকে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা নেয়ার প্রক্রিয়া চলছে।