পাথরঘাটায় মাদক বিরোধী অভিযানে ডিবির উপরে হামলা আহত ৩
স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম :
আপডেট টাইম :
শনিবার, ১৮ মার্চ, ২০২৩
১৬৩
বার পঠিত
বরগুনার পাথরঘাটা মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় মাদক ব্যবসায়ী কর্তৃক ডিবি’র উপরে হামলার ঘটনা ঘটে। এতে ৩ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আজ শনিবার (১৮ মার্চ ) বিকাল ৩ টার দিকে পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের মুন্সির হাট এলাকায় এ ঘটনা ঘটে। ডিভি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ, এসআই মোঃ বাশার এর নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম উপজেলার চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা ০৫ নং ওয়ার্ডের মুন্সিরহাট বাজারে অভিযানকালে মোঃ জাকারিয়া এর “চা” এর দোকানের পিছনে মাদক বিক্রেতা মোঃ সৈকত ও আঃ রব দ্বয়কে ধরতে গেলে ধস্তাধস্তি শুরু হয় এক পর্যায়ে মাদক বিক্রতারা তাদের সাথে থাকা ছুরি দিয়ে অতর্কিতভাবে ডিবি কং প্রিন্স, সোর্স রিপন ও ড্রাইভার সাগর বেপারীকে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে তারা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা পরবর্তীতে ডিবি পুলিশের অন্য সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। আহত সোর্স মোঃ রিপন’কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলম হাওলাদার জানান ঘটনার সময় মাত্রই আমরা ঘটনাস্থলে যাই এবং আহতদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। পলাতক আসামীদের ধরার জন্য পাথরঘাটা থানা ও ডিবি পুলিশ কর্তৃক যৌথ অভিযান অব্যাহত রয়েছে ।