
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে টাইফয়েড টিকা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দিনভর টাইফয়েড টিকা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। টাইফয়েড টিকা ক্যাম্পেইন পরিচালনা করেন আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব প্রাপ্ত সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম ,
এফ ডব্লিউ এ মোছাঃ মাহমুদা খাতুন এবং স্বাস্থ্য সহকারী খন্দকার ফারুক আহমেদ ।
প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন জানান, সুন্দরভাবে শতভাগ শিক্ষার্থীর টিকা প্রদান সম্পন্ন হয়েছে । কোন শিক্ষার্থীর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় নাই।
তিনি আরো জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্দেশনায় শিক্ষকদের সহযোগিতায় ইতিপূর্বে সকল শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্য সম্পন্ন করা হয়েছিল।