মোঃ বাবুল ময়মনসিংহ জেলা ব্যুরো প্রধান
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) থেকে ছয়জন পুলিশ সুপার জেলার এসপি হিসেবে বদলি হয়েছেন এবং একজন অতিরিক্ত ডিআইজি ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৪) বিকেল ৪টায় পিবিআই হেডকোয়ার্টার্সে অনাড়ম্বর কিন্তু উৎসাহব্যঞ্জক পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিবিআই প্রধান, অতিরিক্ত আইজিপি মোঃ মোস্তফা কামাল। তিনি বিদায়ী এবং পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে নতুন কর্মস্থলে সফলতা কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইজি (পূর্বাঞ্চল) মোঃ আবুল কালাম আজাদ, ডিআইজি (পশ্চিমাঞ্চল) মোঃ সুজায়েত ইসলাম এবং সদ্য পদোন্নতিপ্রাপ্ত ডিআইজি মোঃ ওয়ালিদ হোসেন।
পিবিআই প্রধান বলেন, জনগণের এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচনী দায়িত্বসহ সব ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে হবে। অন্যান্য ইউনিটের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে দায়িত্ব পালন করা অপরিহার্য। তিনি পদোন্নতিপ্রাপ্ত ডিআইজি মোঃ ওয়ালিদ হোসেনের জন্য বিশেষ শুভকামনা জানান এবং তার নেতৃত্বে পিবিআইয়ের কার্যক্রম আরও গতিশীল হওয়ার প্রত্যাশা প্রকাশ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বদলি হওয়া পুলিশ সুপারগণও তাদের নতুন দায়িত্ব ও পরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তারা প্রতিশ্রুতি দেন, জনগণের কল্যাণে ও আইনশৃঙ্খলা রক্ষায় নিজেদের সর্বোচ্চ দায়িত্ব পালন করবেন।
বদলি প্রাপ্ত কর্মকর্তারা হলেন:মোঃ আবু ইউসুফ বিপিএম-সেবা — পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), এসপি, পটুয়াখালী,মোঃ শাহাদাত হোসেন পিপিএম-সেবা — পুলিশ সুপার, বগুড়া,আবু বসার মোহাম্মদ জাকির হোসেন পিপিএম-সেবা —পুলিশ সুপার, সুনামগঞ্জ,মোহাম্মদ সারওয়ার আলম বিপিএম-সেবা — পুলিশ সুপার, মানিকগঞ্জ,মোঃ আবদুর রহমান (বিশেষ পুলিশ সুপার, এসআইঅ্যান্ডও) — পুলিশ সুপার, বান্দরবান পার্বত্য জেলা,মোঃ কুদরত-ই-খুদা — পুলিশ সুপার, বরগুনা
পিবিআই পরিবারের পক্ষ থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তার জন্য আন্তরিক শুভকামনা জানানো হয়। কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তারা জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবেন এবং পিবিআইয়ের সুনাম আরও বৃদ্ধি পাবে।