মোঃমোস্তাফিজুর রহমান স্টাফ রিপোর্টার পীরগঞ্জ ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুর্নীতি দমন কমিশন দুদকের অভিযান। ৩১/০৭/২৫ রোজ -বৃহস্পতিবার দিনব্যাপী হাসপাতালের ভিতরে রোগীদের খাদ্যের মান নিম্নমানের, ওষুধ সরবরাহের অনিয়ম, চিকিৎসা সেবীদের অপব্যবহার,তাই হাসপাতালের অফিস প্রদানের দীর্ঘ ২৫ বছর একই কর্মরত থাকায় স্বেচ্ছাচারিতা সহ অনিয়ম দুর্নীতির অভিযোগ পেয়েছেন।
এ বিষয়ে দুদকের জেলা সহকারি পরিচালক -আজমির শরীফ মারর্জি বলেন এ হাসপাতালে বিভিন্ন অপব্যবহার এর মধ্য দিয়ে সেবার কাজ অনিয়ম চলছে। বিভিন্ন অনিয়ম দুর্নীতির মধ্যে হাতে দায়িত্বপ্রাপ্ত সুজনকে ঠিকাদারিতো বাতিলের কথা তুলে ধরেন, ফার্মাসিস আনোয়ার হোসেনের শোকজ ও ইনডোর ইনচার্জ চন্দনা কে শোকজ করতে বলেছেন। দায়িত্বরত আর এম ডাঃ তানজিনাকে।এ সময় হাসপাতালে বিভিন্ন স্টাফ ও সাধারণ জনগণ রোগীসহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।