নয়ন আহমেদ বকুল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে প্রতিপক্ষের এডভোকেট কাদিরের বাড়ী সহ ২৫ টি বাড়ীঘরে হামলা ভাংচুর, লোটপাট ও অগ্নি সংযোগের অভিযোগ উঠেছে,এ বিষয়ে ভুক্তভোগী মাহমুদা আক্তার বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা করেন যাহার নং-৫০ ।
ভুক্তভোগী সহ স্থানীয়রা জানান, কিছুদিন পূর্বে বিরামপুরে একটি তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে দুই পক্ষের মারামারি সংঘটিত হয় এতে একজন নিহত হয় এরই জের ধরে টানা কয়েকদিন ধরে শামীম আহমেদ, সাচ্চু মিয়া ও ইকবাল হোসেনের নেতৃত্বে প্রতিপক্ষের প্রায় ২৫টি বাড়ীঘরে হামলা ভাংচুর, লোটপাট ও অগ্নি সংযোগ করে কয়েক কোটি টাকার ক্ষতিসাধন করেন।ভুক্তভোগীরা আরো জানান,হামলাকারীরা বি এন পির অফিস ও ভাংচুর করেছে ,তারা ঘরবাড়ি সহায় সম্বল হারিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে।
এলাকাবাসী সহ স্থানীয়রা ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে যারা এর সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতারের দাবী জানান।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।