নিজস্ব প্রতিবেদক, রংপুর :
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আব্দুস সামাদ। তিনি দৈনিক মুক্তি সমাচার পত্রিকা ও জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ডিএমএস টিভি (DMS TV)-এর রংপুর বিভাগীয় প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি মানবিক সংগঠন ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন-এর স্থায়ী কমিটির একজন সম্মানিত সদস্য।
জানা গেছে, সম্প্রতি একটি সংবাদের ভিডিও ফুটেজ সংগ্রহ ও লাইভ সম্প্রচারের সময় অসাবধানতাবশত রাস্তার পাশের একটি গর্তে পড়ে যান তিনি। এতে তার একটি পা মারাত্মকভাবে মচকে যায়। প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর পুনরায় একই পায়ে গুরুতর আঘাত লাগলে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।
পরবর্তীতে তীব্র ব্যথার কারণে তাকে রংপুরের বিশিষ্ট অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক ডা. জহুরুল ইসলাম-এর শরণাপন্ন করা হয়। প্রয়োজনীয় এক্স-রে পরীক্ষার পর চিকিৎসক জানান, হাড় ভাঙা না হলেও আঘাতের তীব্রতায় হাড় সরে গেছে। বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকের নির্দেশে তার পা প্লাস্টার করা হয়েছে এবং আগামী কমপক্ষে দুই সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থেকে সব ধরনের চলাফেরা পরিহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
সাংবাদিক মোহাম্মদ আব্দুস সামাদের এই আকস্মিক দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দৈনিক মুক্তি সমাচার, ডিএমএস টিভি এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন পরিবার।
সংগঠনগুলোর পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে দেশবাসী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করা হয়েছে। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,
“মোহাম্মদ আব্দুস সামাদ একজন নির্ভীক ও দায়িত্বশীল সংবাদকর্মী এবং একজন মানবিক মানুষ। আমরা মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করি, তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করে আবারও সাংবাদিকতা ও মানবসেবার কাজে ফিরে আসতে পারেন।”