নিজস্ব প্রতিনিধি: ঢাকা, ২৩ নভেম্বর ২০২৫
দৈনন্দিন জীবনের ব্যস্ততা, ধূসর শহুরে বাস্তবতা আর মানুষ ও প্রকৃতির সহাবস্থানের নানা গল্প নিয়মিতভাবে জীবন্ত করে তোলে আমাদের চারপাশের কাক। মানুষের সঙ্গে কাকের এই সহাবস্থানের গল্পকেই অনন্যভাবে ধারণ করেছে সৃজনশীল সংগীতশিল্পীদের দল পোস্ট অফিস সোসাইটি।
অফিস প্রবেশদ্বার, ক্যাম্পাস, বারান্দা কিংবা রাস্তার ধারে যেখানে-সেখানে কাকের উপস্থিতি—এই ‘ধূসর অথচ প্রাণবান’ জীবটিই তাদের বিশেষ মনোযোগ কেড়েছে। নাগরিক জীবনের অবহেলা, ক্লান্তি ও অনিশ্চয়তার মাঝেও কাকের নির্ভার আচরণ যেন শিল্পীদের মনে করেছে অন্যরকম অনুভূতির জন্ম।
ধারাবাহিক পর্যবেক্ষণ আর অভ্যন্তরীণ অনুভূতির সংমিশ্রণে তারা গড়ে তুলেছে একটি বিশেষ সংগীতবন্ধন—“পোস্ট অফিস সোসাইটি”। সদস্যরা বিশ্বাস করেন, কাকের মতো ধূসর রঙেই জীবনের বাস্তব সৌন্দর্য সবচেয়ে স্পষ্ট দেখা যায়। জীবনকে দেখতে চাইলে কখনো কখনো এই নিরাসক্ত দৃষ্টিই সবচেয়ে সত্য।
প্রথম অ্যালবাম— Yours in Resonance
দলের সদস্যরা একসময় মজা করে ভাবলেন, তাদের প্রথম মৌলিক চিঠি বা ন্যোট হবে গান– এবং সেই ভাবনা থেকেই জন্ম নেয় অ্যালবামটির নাম “Yours in Resonance”।
এই অ্যালবামের প্রতিটি গান শহুরে জীবনের অবহেলার ফাঁকে জমে থাকা অনুভূতির গল্প বলে—
সমাজের দেওয়া চাপের মধ্যেও টিকে থাকার গান,
প্রতিকূলতার মাঝেও অনুপ্রেরণার গান,
বাতাসের অপরিচিত ঋণে জীবনকে একটু ধন্যবাদ জানানোর গান।
দলের ভাষায়—“কাক গান গায় নিজের মতো, শ্রোতা থাকুক বা না থাকুক। আমরাও চাই আমাদের গান শোনাতে কোনও বাধ্যবাধকতা না থাকুক—যারা শুনবেন, শুনবেন নিজেদের মতো করে।”
অ্যালবাম শুনতে:
বিনামূল্যে শুনুন—
লিংক: https://lnk.melabel.io/postofficesociety/years-in-resonance
দল পরিচিতি – পোস্ট অফিস সোসাইটি
সদস্যবৃন্দ:
আবিদ হাসান নূর (প্রেসেবু)
সেম দ্যাজসন নূর
শিখর প্রসেন
সমাহা ইম্মে দানিয়েল
নাঈম প্রমাণবেদ
অজনায়ার শফিক মারুফ অজনায়ার