সিনিয়র স্টাফ রিপোটার: মোঃ আতাউর রহমান মুকুল
“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
বুধবার (২৫ জুন) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় পরিবেশ বিষয়ক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস।
সভা পরিচালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী খোকন রানা।
বক্তব্য রাখেন—
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দিবাকর বসাক
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ
উপজেলা এলজিইডি প্রকৌশলী সিদ্দিকুর রহমান
পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মিজানুর রহমান
উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ ও সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক
উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোঃ আতাউর রহমান
শিশু উন্নয়ন সংস্থা (শিউস)-এর চেয়ারম্যান ড. শফিউল ইসলাম ভূঁইয়া
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক আজিজুর রহমান
আলোচনায় অংশ নেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, প্লাস্টিক দূষণ এখন একটি বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মের নিরাপত্তার জন্য এখনই প্রয়োজন ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সচেতনতা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ।
তাঁরা আরও বলেন, সরকার, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম এবং জনগণ একযোগে কাজ করলে এই দূষণ রোধ করা সম্ভব।
আয়োজনটি পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।