
রবিউল ইসলাম ফজর, দক্ষিণ সুরমা প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট দক্ষিণ সুরমার লালবাজার ইউনিয়নে সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী এম এ মালিক গণসংযোগ ও মতবিনিময় ভোটের দিন প্রসঙ্গে তিনি বলেন, ফজরের নামাজ আদায় করে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করুন, যেন দুপুরের গরমে কষ্ট না হয়। একটি দিনের কষ্ট ভবিষ্যতের জন্য বড় পরিবর্তন আনতে পারে।
তিনি বলেন, আমি লন্ডন থেকে দেশে ফিরে এসেছি শুধু দেশের মানুষের সেবা করার জন্য। ইনশাল্লাহ, নির্বাচিত হলে লালবাজার, তেতলি ও দক্ষিণ সুরমার সার্বিক উন্নয়নে কাজ করব।
এম এ মালিক এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা ঘরে ঘরে গিয়ে মা-বোন, চাচা-ভাই ও মুরব্বিদের বোঝান—একটি ভুল যেন না হয়। সবাই মিলে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্রের পক্ষে রায় দিন।
তিনি আরও বলেন, ঈদের সময় ও নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যুবদল, ছাত্রদলসহ সব অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ফজরের আগে তাহাজ্জুদ পড়ে মাঠে থেকে ভোটকেন্দ্র পাহারা দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
এম এ মালিক বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আন্তর্জাতিকভাবে ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে পরিচিত। দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে তিনি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে সংগ্রাম করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার নির্দেশ দেওয়া হয়েছে।
শেষে এম এ মালিক লালবাজার ইউনিটসহ দক্ষিণ সুরমার সকল নেতা-কর্মী ও সাধারণ মানুষের কাছে দোয়া ও পূর্ণ সমর্থন কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহসহসভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, প্রচার সম্পাদক লোকমান আহমেদ, লালবাজার ইউনিয়ন বিএনপি সভাপতি জিলা মিয়া, সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী সিফতা, সিলেট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফালাকুজ্জামান চৌধুরী জগলু, সিলেট জেলা জাসাস এর আহবায়ক অধ্যক্ষ মো: নিজাম উদ্দিন তরফদার, বিভিন্ন ওয়ার্ড বিএনপি নেতবৃন্দ, বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দসহ অসংখ্য ছাত্র জনতা।