এস কে ইয়াছিন সিনিয়র স্টাফ রিপোর্টার মাতৃ জগত পত্রিকা
ঝিনাইদহের জেলা মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রদত্ত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজ শনিবার মহিলা দলের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক, জাসাসের সাবেক সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ-৩ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান।
অনুষ্ঠানে তিনি বলেন, “তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধার করা সম্ভব হবে। জনগণের জন্য কাজ করাই বিএনপির মূল লক্ষ্য।”
বৈঠকে স্থানীয় মহিলা দলের নেত্রীবৃন্দ, ইউনিয়ন বিএনপির সদস্যরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফতেপুর ইউনিয়ন মহিলা দলের সভাপতি।