স্টাফ রিপোর্টারঃ আঃ মান্নান টিপু
চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব ইকরামুল ছিদ্দিক বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) ফরিদগঞ্জ উপজেলা ও এর আওতাধীন ইউনিয়ন ভূমি অফিসসমূহ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি ফরিদগঞ্জ উপজেলার ৮ নং পাইকপাড়া (দক্ষিণ) ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি সহায়তা সেবা কেন্দ্র ঘুরে দেখেন। এ সময় তিনি সেবা কেন্দ্রের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার নির্দেশনা প্রদান করেন।
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “কোনো ভূমি মালিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।” এছাড়া ভূমি উন্নয়ন কর সময়মতো পরিশোধের মাধ্যমে জমি নিস্কণ্টক রাখার আহ্বান জানান তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক আরও বলেন, সংশোধিত ভূমি আইনের আলোকে ভূমি মালিকগণ যেন সরকারি সব সেবা সহজে পান, সে বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে হবে।
পরিদর্শনকালে তিনি ভূমি অফিসের বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে সেবা নিতে আসা ভূমি মালিকদের মতামত গ্রহণ করেন, যাতে তারা কোনো প্রকার হয়রানির শিকার হচ্ছেন কি না তা জানতে পারেন।
তিনি জমা-খারিজের নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ গ্রহণ না করার জন্য এবং ভূমি অফিসকে সম্পূর্ণ দালালমুক্ত রাখার নির্দেশনা দেন।
এ সময় ফরিদগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) জনাব এ. আর. এম. জাহিদ হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।